এম রাসেল সরকারঃ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের কারণে বহিষ্কার করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। সংগঠনটির সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের কারণে পদ থেকে বহিষ্কার করা হলো।
সম্প্রতি আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদারসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :