বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীতে যত দিন করোনা ভাইরাসের বর্তমান অবস্থা বিদ্যমান থাকবে টিকা নিলেও তত দিন নিজের ও অপরের সুরক্ষার জন্য মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের উদ্দেশ্যে উপাচার্য রোগীদেরকে নিজের পরিবারের সদস্যদের মতো আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, সুন্দর ও ভালো ব্যবহারের মাধ্যমে রোগীদের মন জয় করা যায় এবং নিজেকে গুণী চিকিৎসক ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।
আপনার মতামত লিখুন :