• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে জাতীয় দৈনিক আমার সংবাদের নাগরপুর প্রতিনিধি আজিজুল হক বাবুর মুক্তির দাবীতে মানববন্ধন


প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২২, ৮:২৮ অপরাহ্ন / ১৫২
টাঙ্গাইলে জাতীয় দৈনিক আমার সংবাদের নাগরপুর প্রতিনিধি আজিজুল হক বাবুর মুক্তির দাবীতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে জাতীয় দৈনিক আমার সংবাদের নাগরপুর প্রতিনিধি আজিজুল হক বাবুর মুক্তির দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট।

২৬ এপ্রিল ( মঙ্গলবার )বিকালে উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাছুদুর রহমান মিলনের সঞ্চালনায় ওই প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপায়ণ বাংলার সম্পাদক রশিদ আহাম্মদ আব্বাসী, সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন,সাবেক সভাপতি শাহ আলম, সাপ্তাহিক শোষিতের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক, আলমগীর হোসেন প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে সাংবাদিকতা করা চাকরিজীবি রামকৃষ্ণ সাহাকে বাঁচাতে দৈনিক আমার সংবাদের নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল হক বাবুকে ষড়যন্ত্র মুলক মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ জঘন্য কর্মকান্ডের সাথে সরাসরি যুক্ত রয়েছেন স্থানীয় সংসদ সদস্য,নাগরপুর থানা পুলিশ,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কোন প্রকার তদন্ত না করেই মামলা হওয়ার এক ঘন্টার মধ্যেই সাংবাদিক বাবুকে গ্রেফতার করায় নাগরপুর থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করার জন্য জেলা পুলিশ সুপারের প্রতি আহবান জানানো হয়। একইসাথে মিথ্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সাংবাদিক আজিজুল হক বাবুর নিঃশর্ত মুক্তির জন্য টাঙ্গাইল জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিক নেতারা ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়, অন্যথায় সাংবাদিক আজিজুল হক বাবুর মুক্তির জন্য বৃহত্তর কর্মসূচির হুমকি দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতা দৈনিক আমার সংবাদের টাঙ্গাইল প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন,দৈনিক কালের বার্তার নির্বাহী সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, ডেইলি নিউজ মেইলের টাঙ্গাইল প্রতিনিধি সুমন ঘোষ, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল, যুগান্তরের উপজেলা প্রতিনিধি তারেক আহমেদ, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,দৈনিক কালের কন্ঠের টাঙ্গাইল প্রতিনিধি কাজল আর্য,দৈনিক বিজয় বাংলাদেশর জেলা প্রতিনিধি নাজমুল হোসেন, সনি বাংলা টিভির টাঙ্গাইল প্রতিনিধি বোরহান উদ্দিন, সাংবাদিক আতোয়ার রহমান,দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি সবুজ সরকার,দৈনিক দেশ বার্তার আলমগীর হোসেন,
দৈনিক জনবানীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মহসিন হাবিব সবুজ,দৈনিক বাংলাদেশ সমাচারের রিপোর্টার হারুন অর রশিদ,সাপ্তাহিক অপরাধ দমনের জেলা প্রতিনিধি শরীফ মোল্লা,দৈনিক অপরাধ তথ্যচিত্রের রিপোর্টার আবু সায়েম,সাংবাদিক
সেলিম রেজা,স্বপন সিদ্দিকী,রমজান আলী, লিটন হোসেন, ছোবহান তালুকদার শুভ,সৈয়দ সাইফুজ্জামান মাসুদ,সৈয়দ আমীর হোসেন, আজিজুল হক জুয়েল,হুমায়ুন কবির,লাবু খন্দকার, সাদি সরদার,সোহেল রানা,সাইদুর রহমান পলাশ, মোমিন হোসেনসহ প্রায় অর্ধশতাধিক সাংবাকর্মী উপস্থিত ছিলেন।