
নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিতে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন- মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন , থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম, চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জন প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আলোচনাসভায় উপজেলার নানাবিধ সমস্যা এবং সমাধান বিষয়ক মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :