• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ হতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৩, ৯:১৩ অপরাহ্ন / ৮১
ঝিনাইদহের কালীগঞ্জ হতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬

এইচ এম সাগর,হিরামন,খুলনাঃ বৃহস্পতিবার ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চাঁদাবাজ চক্রের কতিপয় চার সদস্যদের আটক করেছেন র‌্যাব-৬। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন তালেশ্বার এলাকা থেকে তাদেকে আটক করা হয়।

সংঘবদ্ধ সক্রিয় চাঁদাবাজ চক্রের সদস্যরা হলেন,রবিন কুমার দাস (৫০), আওয়াল হোসেন(৪০), আনজু(৫০),ও এসএম ফারুখ খান(৪২)। এদের সকলের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকায়। এদের নিকট থেকে চাঁদা আদায়ের রশিদ বহি ১ বান্ডিল ও চাঁদার নগদ-২১৬০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে এলাকায় গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি, ত্রাস,অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল বলে অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।