![scriptForHost](http://ajkerbd24.com/wp-content/uploads/2025/01/logog555.jpg)
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠিঃ ঝালকাঠি জেলার নলছিটিতে সাবেক মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের ভাই মোঃ তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচাঁ সুমনকে দূবৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। ৫ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১০টার সময় নলছিটি হাসপাতাল সড়কের মাথায় একটি দোকানের সামনে কুপিয়ে মারাত্ম জখম করে।
পরে আহত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচাঁ সুমন পৌর এলাকার শীতলপাড়া গ্রামের বাসিন্দা আমজেদ হোসেনর ছেলে ও সাবেক মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের ভাই।
আপনার মতামত লিখুন :