ইমাম বিমান, ঝালকাঠিঃ ঝালকাঠিতে জেলা পুলিশের একাধিক মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক পূর্বক যথাক্রমে ১২০ গ্রাম ও ৭০০ গ্রাম মাদক দ্রব্য মোট ৮২০ গ্রাম গাজা উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা। ০৫ মার্চ জেলা গোয়েন্দা শাখার একাধিক অভিযানে ঝালকাঠি সদর উপজেলাধীন ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বেরমহল গ্রামের মোঃ শাহেদ আলী হাওলাদারের ছেলে মোঃ এমরান হাওলাদার (৩৪) ও খাঠালিয়া উপজেলাধীন বাশবুনিয়া গ্রামের মোঃ জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ( শিশু) মোঃ রমজান ওরফে শাকিল হাওলাদার (১৬) কে আটক করে তাদের কাছ থেকে ৮২০ গাজা উদ্ধার করে।
ঝালকাঠি জেলা পুলিশ সূত্রে জানাযায়, ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনিরুজ্জামান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঝালকাঠি সদর থানাধীন ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বেরমহল গ্রামের কাদরিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার উত্তর পশ্চিম পাশে হইতে ১২০ (একশত বিশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ আসামী মোঃ এমরান হাওলাদারকে আটক করে। অপর দিকে জেলার কাঠালিয়া থানাধীন দক্ষিন চেচরী গ্রামে মেসার্স শিকদার রাইচ মিল (প্রোঃ সুখদেব শিকদার) এর বন্ধ মিলের পিছনে হইতে ৭০০ (সাতশত) গ্রাম মাদক গাঁজা আইনের সংঘাতে জড়িত শিশু মোঃ রমজান ওরফে শাকিল হাওলাদারকে আটক করে।
আপনার মতামত লিখুন :