নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠিঃ ঝালকাঠিতে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজা সহ মোঃ ইমাম হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশ ।
সোমবার জেলার নলছিটি উপজেলাধীন পূর্ব রায়াপুর নতুন বাস ষ্ট্যান্ডের দক্ষিন পাশে জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি পুলিশ ) একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নতুন বাস ষ্ট্যান্ডের দক্ষিন পাশে আলী আকবর এর চায়ের দোকানের সামনে থেকে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মোঃ ইমাম হোসেন নামের ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ বিষয় জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি উপজেলাধীন রায়াপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হওয়ার সংবাদে জেলা গোয়েন্দা শাখা পুলিশের ( ডিবি পুলিশ ) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনিরুজ্জামান,ওসি ডিবি এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে। নতুন বাস ষ্ট্যান্ডের দক্ষিন পাশে আলী আকবর এর চায়ের দোকানের সামনে থেকে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মোঃ ইমাম হোসেন, পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- ধুপতি (মানিকখালী), থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর কে আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :