• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

জ্বালানি খাতের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করো এবং নবায়নযোগ্য জ্বালানিতে সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার দাবীতে মানববন্ধন


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন / ১২২
জ্বালানি খাতের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করো এবং নবায়নযোগ্য জ্বালানিতে সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার দাবীতে মানববন্ধন

এম রোমানিয়া, খুলনাঃ মানবাধিকার দিবস ২০২৩ উৎযাপন উপলক্ষে সরকারী জয় বাংলা কলেজ প্রাঙ্গনে-সকাল ১০ টায় বিডব্লুজিইডি, ক্লীন এবং ধ্রুব, খুলনা এর যৌথ আয়োজনে মানববন্ধন র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে ৯টি দাবি তুলে ধরেন তা হলো কৃষিজমি বা বাস্তভিটায় কোন ভাবেই কোন জ্বালানি প্রকল্প গ্রহন করা যাবে না। সাধারণ মানুষকে তার বসতভিটা থেকে উচ্ছেদ করা যাবে না। ইতোমধ্যে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের জায়গায় গৃহিত প্রকল্পের লভ্যাংশ তাদেরকে নিয়মিত দিতে হবে। বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণে নির্মাণের পূর্বেই স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তাদের মতামতের গুরুত্ব দিতে হবে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া, ক্ষতিপূরণ নির্ধারণ ও বিতরণ এবং ক্রয় সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে সংঘটিত দুর্নীতির তদন্তপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়ন করে তাদের মানবাধিকার নিশ্চিত করতে হবে।স্থানীয় পরিবেশের ক্ষতি করে কোনো প্রকল্প গ্রহণ করা যাবেনা। নারী অধিকার রক্ষায়, যে-কোন জ্বালানি প্রকল্পের ব্যবস্থাপনা কমিটিতে কমপক্ষে ৩০ শতাংশ নারী সদস্য মনোনীত করতে হবে। দীর্ঘ মেয়াদি প্রকল্পের ক্ষেত্রে ভূমি ইজারা নিতে হবে এবং জমির বার্ষিক ভাড়া প্রদানের সুষ্পষ্ট নীতিমালা তৈরি করতে হবে। এবং কৃষিভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনে অর্থায়ন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জনাব আবুল বাসার শেখ, মো: বিল্লাল হোসেন, জিল্লুর রহমান, মো: নাজিম উদ্দীন, শারমিন আক্তার, বিউটি খাতুন, নাদিরা পারভীন, সুমন, বাবু, রাফি, সালমা, শেখ তৈয়বুর রহমান, মো: রুবেল শেখ, কাজি কামাল, নুরজাহান আক্তার, রেহেনা, মৃদুল সাহা, কাজী মঞ্জুরুল হাসান, সঞ্চালনা করেন প্রভাষক উত্তম দাস এবং সভাপতিত্ব করেন ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী