
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলা পানি কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতা নিষ্কাশন, সরকারী খাস খাল দখলমুক্ত, টেকসই ভেড়ি বাঁধ ও জরুরী ভিত্তিতে শিবসা নদী ও কপোতাক্ষ নদ খননসহ টিআরএম প্রকল্প ব্যস্তবায়নের দাবীতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পানি কমিটির সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের হাতে স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য সেলিম আক্তার স্মপন, উপজেলা পানি কমিটি ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার সুপার ভাইজার দীলিপ কুমার মন্ডল, সহ-সভাপতি শেখ সাদেকুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, স্মরণলিপিতে উল্লেখিত বিষয় গুলো খুবই গুরুত্বপুর্ন। এব্যাপারে দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে স্মারকলিপি পৌছে দেয়া হবে।
আপনার মতামত লিখুন :