• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

জেলা ডিবির অভিযানে খুলনার ডুমুরিয়ায় গাঁজাসহ গ্রেফতার-২


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৩, ৯:১০ অপরাহ্ন / ৮১
জেলা ডিবির অভিযানে খুলনার ডুমুরিয়ায় গাঁজাসহ গ্রেফতার-২

মোঃ মানছুর রহমান জাহিদ, খুলনাঃ খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫’শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, খুলনা জেলার হরিণটানা থানাধীন জয়খালী গ্ৰামের মোঃ ইউসুফ শেখের পুত্র মোঃ মিলন শেখ (২৭) ও খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বাদুড়গাছা গ্রামের মোঃ নজরুল গাজীর পুত্র মোঃ কোরবান গাজী (২৭)।

জেলা ডিবি সূত্রে জানা গেছে , গত ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেল আনুমানিক ৫ টার সময় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই (নিঃ) শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২ মাদক কারবারি কে ডুমুরিয়া থানাধীন কুলটি গ্রামস্থ জনৈক সুনীল চন্দ্র গোলদারের দোকানের সামনে হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁদের নিকট হতে আলামত হিসেবে ৫’শ গ্ৰাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে এস আই( ‌নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন। উল্লেখ্য যে: ১ নং আসামি মিলন শেখের নামে উক্ত মামলা সহ ৩ টি মাদক আইনে মামলা রয়েছে।