• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

জুলিও কুড়ি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা


প্রকাশের সময় : মে ২৮, ২০২৩, ৭:১৬ অপরাহ্ন / ১৩২
জুলিও কুড়ি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বিশ্ব শান্তির প্রতীক “জুলিও কুড়ি” শান্তি পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় গোপালগঞ্জ জেলা প্রশাসন সহ সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম,

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী আতিয়ার রহমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবব্রত পাল, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ পৌরমেয়র শেখ রকিব হোসেন সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান সহ জেলায় অবস্থিত অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জুলিও কুড়ি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরগুলো ব্যানার ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়। এছাড়াও সন্ধ্যায় স্থানীয় ও জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে শেখ কামাল স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

এর আগে সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন সহ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সর্বস্তরের জনগণ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।