• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

জাহিদুল ইসলাম টিপু হত্যায় আ.লীগের প্রভাবশালী কয়েক নেতার নাম


প্রকাশের সময় : জুন ২০, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ন / ১৯১
জাহিদুল ইসলাম টিপু হত্যায় আ.লীগের প্রভাবশালী কয়েক নেতার নাম

মোঃ রাসেল সরকারঃ মতিঝিল এলাকার স্কুলের ভর্তি–বাণিজ্য, সরকারি অফিসের দরপত্র (টেন্ডার) নিয়ন্ত্রণ ও রাজনৈতিক আধিপত্য নিয়েই জাহিদুলকে হত্যা করা হয়েছে। পুলিশের তালিকাভুক্ত কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ছাড়াও প্রভাবশালী কিছু রাজনৈতিক নেতা এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু নিহত হন।

সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতিও (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। হত্যাকাণ্ডের পর দেশ থেকে পালিয়ে যাওয়া সুমন শিকদারকে ৯ জুন ওমান থেকে ফিরিয়ে আনে পুলিশ। চলমান!!