• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

জামায়াতকে হুশিয়ার করলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা


প্রকাশের সময় : জুন ৪, ২০২২, ১১:০৬ অপরাহ্ন / ৪৬৩
জামায়াতকে হুশিয়ার করলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সহ উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ঢাকা -১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা জামায়াত কে হুশিয়ারী উচ্চারণ করেছেন।

তিনি নেতাকর্মী দের উদ্দেশ্যে বলেন আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। বিএনপি জামায়ত শিবির দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। তারা সন্ত্রাসী কার্যকলাপ করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার পায়তারা করছে। তাদের এ পরি কল্পনা কোনদিন বাস্তবায়ন হবে না।

উক্ত বিক্ষোভ সমাবেশে ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম মোল্লাহর নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। তারা মিরপুর বেনারসি পল্লী থেকে মিছিল নিয়ে মিরপুর ১২ নাম্বার মোল্লা মার্কেট এর সামনে আয়োজিত সমাবেশস্থলে উপস্থিত হন। এসময় ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ সভাপতি কাজী জহিরুল ইসলাম মানিক ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ, সহ সভাপতি হাজী আমান উল্লাহ আমান, ইন্জিনিয়ার মোস্তফা কামাল,মোঃ জহির আহমেদ, মোঃ শাহীন ঢালী, সারোয়ার জাহান মিঠু, শাওন হায়দার, সাদ্দাম রুবেল, আদনান, চান মিয়া, রাজু খান, ৩নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি এম এন বিপ্লব, ছাত্রলীগের ৩ং ওয়ার্ডের সভাপতি মো.মোস্তাফিজুর রহমান পারভেজ সহ ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিট আওয়ামী লীগ, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,সেচ্চাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে এম পি ইলিয়াস উদ্দিন মোল্লাহ বক্তব্যে বলেন, জামায়াত-শিবিরের মধ্য থেকে যারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে তাদেরকে ছাড় দেয়া হবে না এবং তাদেরকে অবশ্যই খুঁজে খুঁজে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তাদেরকে জনগণের সামনে মুখোশ খুলে দেওয়া হবে ঢাকা ১৬ আসনে জামাত-শিবিরের কোন ব্যানার ফেস্টুন দেখতে চাই না।