• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন / ৩৭
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রকৌশলী রতন ফৌজদার, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, পিআইও ফরহাদ লতিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি সনি আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।