নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৪ পালন উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে শোভাযাত্রাটি স্থানীয় পৌর পার্ক হতে বের হয়ে গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য ডাঃ কে এম বাবর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য এ্যাড. ইন্তেখাব আলম সেলিম, এ্যাড. তৌফিকুল ইসলাম, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, জিয়াউল কবীর বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, কোটালীপাড়া উপজেলা বিএনপির নেতা ওলিয়ার রহমান, গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাচিবুর রহমান হাচিব, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইমরান ইভান আলী প্রমুখ।
শোভাযাত্রার পূর্বে পৌর পার্কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য এ্যাড. তৌফিকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :