ইমাম হোসেন ইমনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি-১৯০২)সিবিএ এর উদ্যোগে সংগঠনের প্রধান কার্যালয় মতিঝিল বাণিজ্যিক এলাকা আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানপ্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ও বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ (বি-১৯০২) সিবিএ এর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী। আলোচনা সভা শেষ মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :