নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ শনিবার বিকালে মুকসুদপুর উপজেলার সরকারি এস জে মডেল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গনে মুকসুদপুর উপজেলার প্রবীণ-বিএনপি নেতা আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুমন, প্রধান বক্তা সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল সহ স্থানীয় অনেক বিএনপি নেতা।
আলোচনা সভার সঞ্চালক ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া।
আপনার মতামত লিখুন :