
কাজল দত্তঃ জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্সে বিকেএসপি চ্যাম্পিয়ন, ২য় দিনে ৮টি সহ দুইদিনে ১৩টি নতুন জাতীয় রেকর্ড, প্রতিযোগিতার পর্দা নামলো আজ। ২টি ইভেন্টের রেজাল্ট আপাততঃ স্থগিত। বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৯তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) এ্যাথলেটিকস প্রতিযোগিতা ৩০ ও ৩১ মে, ২০২৫ তারিখ রোজ শুক্রবার ও শনিবার, জাতীয় স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
২টি ইভেন্ট আপাতত স্থগিত করা হয়েছে অভিযোগের কারনে শটপুট (বালক) ও ডিসকাস থ্রো (কিশোর)। জুরী অব আপীল বোর্ডের সভা পরবর্তী পূর্ণাঙ্গ পদক তালিকায় সংযুক্ত করা হবে। ২য় দিনে ০৮টি নতুন জাতীয় রেকর্ড। ১১০ মিঃ হার্ডেলস (কিশোর) মুহাইমেনুন আক্তার, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা সময় নিয়েছেন ১৪.৮০ সে. পূর্বের রেকর্ড এই ইভেন্টে যশোর জেলা ক্রীড়া সংস্থার মোঃ সিফাত শেখ ২০২০ সালে সময় ছিলো ১৫.৫০ সে.। ৪*৪০০ মিটার রিলে (কিশোর) মোঃ কবির হোসেন, মোঃ নিয়ামুল শেখ, মোঃ হাফিজুল রহমান, মোঃ রবিউল হাসান অনিক , বিকেএসপি সময় নিয়েছেন ৩:২৮.০০ সে. পূর্বের রেকর্ড এই ইভেন্টে একই সংস্থার শাকিল, সোহেল রানা, ছারজিল হাসান, আসলাম ২০১৯ সালে সময় ছিলো ৩:৩০.৩৩ সে.। ৪০০ মিঃ (বালক) মোঃ সিয়াম ইসলাম, বিকেএসপি সময় নিয়েছেন ৫০.৬০ সে. পূর্বের রেকর্ড এই ইভেন্টে একই সংস্থার আশরাফুজ্জামান ২০১৫ সালে সময় ছিলো ৫০.৭২ সে.।
৪০০ মিঃ (কিশোর) মোঃ হাফিজুর রহমান, বিকেএসপি সময় নিয়েছেন ৪৯.২০ সে. পূর্বের রেকর্ড এই ইভেন্টে একই সংস্থার তানজিল আকরাম ২০০৩ সালে সময় ছিলো ৪৯.৬০ সে.। ৪০০ মিঃ (কিশোরী) সুমাইয়া আক্তার, বিকেএসপি সময় নিয়েছেন ৫৮.৩০ সে. পূর্বের রেকর্ড এই ইভেন্টে একই সংস্থার আজমি খাতুন ২০২৪ সালে সময় ছিলো ৫৮.৫৮ সে.। ৮০০ মিঃ (কিশোরী) মোছাঃ সুমাইয়া আক্তার, বিকেএসপি সময় নিয়েছেন ২:২৪.৫০ সে. পূর্বের রেকর্ড এই ইভেন্টে কিশোরগজ্ঞ জেলা ক্রীড়া সংস্থার স্মৃতি আক্তার ২০২৪ সালে সময় ছিলো ২:২৭.৫৫ সে.।
ডিসকাস থ্রো (কিশোরী) নুসরাত জাহান দীপ্তি নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা ৩১.৪৮ মিটার দূরত্ব অতিক্রম করেন পূর্বের এই ইভেন্টে ২০২১ সালে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার বিবি হাজেরা রেকর্ড ছিলো ২৯.৮৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।ট্রিপুল জাম্প (কিশোর) মোঃ তামিম হোসেন বিকেএসপি ১৪.৬৭ মিটার দূরত্ব লাফ দেন পূর্বের এই ইভেন্টে ২০২৪ নিজেরই রেকর্ড ছিলো ১৪.৫৬ মিটার।দুইদিনে মোট ৪০টি ইভেন্টের । ২৫টি স্বর্ণ , রোপ্য-১৩টি ও ৯টি ব্রোঞ্জ মোট ৪৭টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ৭ টি স্বর্ণ , ১০টি রোপ্য ও ০৩টি ব্রোঞ্জ মোট ২০টি পদক নিয়ে ২য় অবস্থানে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং ০২ টি স্বর্ণ , ৩ টি রৌপ্য ও ৪টি বোঞ্জ পদক মোট ৯টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
দুইদিনব্যাপি এই প্রতিযোগিতার ৪০টি ইভেন্টের রেজাল্ট সংযুক্ত করা হলো। অভিযোগকৃত ২টি ইভেন্টের সংশোধন পরবর্তী পুনরায় পূর্ণাঙ্গ রেজাল্ট দেওয়া হবে।
২ দিন ব্যাপি এই প্রতিযোগিতাকে সুষ্ঠ ও সুন্দরভাবে সাফল্য মন্ডিত করে সমাপ্তি করার জন্য ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা, রাষ্টীয় পুরষ্কার প্রাপ্ত ও সাবেক জাতীয় ক্রীড়াবিদ, অফিসিয়াল, জাজ, আম্পায়ার, অংশগ্রহনকারী সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, শিক্ষা বোর্ড, টিম ম্যানেজার, এ্যাথলেটসহ সংশ্লিষ্ট সকল কে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
আপনার মতামত লিখুন :