নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অপর্ণ করে তিনি গভীর শ্রদ্ধা জানান।
পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলার পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোফাজ্জেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :