• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন

জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে গোপালগঞ্জে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৩, ১১:২৬ অপরাহ্ন / ১৪৩
জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে গোপালগঞ্জে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু

মনির মোল্যা, গোপালগঞ্জঃ জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে গোপালগঞ্জে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
রবিবার সকালে গোপালগঞ্জ শহরের শেখ হাসিনা স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই কর্মসূচীর উদ্বোধন করেন।

এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন, এই স্লোগানকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে রবিবার ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরতা ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে।

এ উপলক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খানসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের এইচপিভি টিকা কার্যক্রম শুরু হয়।এদিন শহরের বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়েও টিকাদান কর্মসূচী চলে। পর্যায়ক্রমে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচী চলবে।