• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

জয়পুুরহাটে ডিবিপুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৩, ১:০৫ পূর্বাহ্ন / ৮৩
জয়পুুরহাটে ডিবিপুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটঃ জয়পুরহাটে (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটের বিকল্প মাদক ১ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (Tapentadol Tablets)সহ মো.আশরাফুল (২৭) নামের এক মাদক ব্যবসায়ী”কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের সদস্যরা।

জয়পুুরহাট জেলা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মানুন আটককের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, সদর উপজেলার ভাদশা ইউনিয়নের দেবরাইল গ্রামের আঃ আলিমের ছেলে মো.আশরাফুল।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিনিয়তই (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর উপজেলায় (ডিবি) পুলিশের এসআই (নি:) মো.মিজানুর রহমান মিজান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ও ডিউটি চলাকালীন সময়ে এক গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাদশা ইউনিয়ন এর দেবরাইল গ্রামে অভিযান চালিয়ে করে ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (Tapentadol Tablets)সহ মাদক ব্যবসায়ী মো. আশরাফুলকে হাতে নাতে আটক করে।

জয়পুুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম স্যারের নির্দেশে প্রতিনিয়তই জেলা জুড়ে (ডিবি) পুলিশের মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ মাদক ব্যবসায়ীদের আটক করছে আসছে (ডিবি) পুলিশের সদস্যরা।

তারই ধারাবাহিকতায় (ডিবি) পুলিশের অফিসার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিক্তিতে সদর উপজেলার ভাদশা ইউনিয়নের দেবরাইল গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১ শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওসি আরো বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত একটি মামলা রুজু করা হয়েছে।