• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

জয়পুরহাট জেলা কারাগারে ১ হাজতির মৃত্য


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৩, ৪:০৭ অপরাহ্ন / ৭৫
জয়পুরহাট জেলা কারাগারে ১ হাজতির মৃত্য

নিজস্ব প্রতিবেদক,জয়পুরহাটঃ জয়পুরহাট জেলা কারাগারে আব্দুল মোমিন (৩৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের ধানমন্ডি এলাকার মজিবর রহমান ভাদুর ছেলে।

জেলা কারাগারের জেল সুপার কামরুজ্জামান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মাদকের মামলায় গত ২০২২ সালের ১৫ এপ্রিল থেকে জয়পুরহাট জেলা কারাগারের হাজতি হিসেবে বন্দি ছিলেন আব্দুল মোমিন। রাত ৩ টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আরএমও ডা. শহীদ হোসেন বলেন, রাতে জেলা কারাগার থেকে এক হাজতিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিক ভাবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখেন হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা জানান, হাজতির মৃত্যুর পর তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷