• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

জননেত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক—-এমপি বাবু


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ন / ৬৫
জননেত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক—-এমপি বাবু

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা,খুলনাঃ খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু পাইকগাছার ২২জন অসুস্থ, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১১ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করেছেন। শনিবার (১লা এপ্রিল) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু। আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহযোগী অধ্যাপক ময়নুল ইসলাম, নির্মল মন্ডল, নির্মল কান্তি ঢালী, আজিজুল হাকিম, শাহাবুদ্দিন শাহিন, রায়হান পারভেজ রনি ও চেক প্রাপ্ত সুবিধাভোগীরা সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।