• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

জধানীতে তাপমাত্রা কমলেও স্বস্তি মিলছে না


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন / ৭৪
জধানীতে তাপমাত্রা কমলেও স্বস্তি মিলছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বুধবার সকালে রাজধানী ঢাকার আকাশে দেখা গেছে মেঘের আনাগোনা। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মেঘ অনেকটাই কেটে উঠেছে রোদ। দিন যত গড়াচ্ছে, তাপমাত্রা বাড়ছে। তবে ঢাকার তাপমাত্রা একটু করে কমছে। তিন দিন ধরেই এ প্রবণতা দেখা যাচ্ছে। তাপমাত্রা সামান্য কমলেও কমছে না গরম। সকাল সাতটায় আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ছয় ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার এ সময় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

চলতি এপ্রিল মাসের শুরু থেকে দেশজুড়ে প্রচণ্ড গরম পড়েছে। এখন দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। কোথাও আছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমছে একটু করে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এখানকার জেলাগুলোয় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানীতে তাপমাত্রা একটু একটু করে কমছে।

গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কমলেও গরম কিন্তু কমেনি। চার দিন আগেও বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম ছিল। এতে গরম প্রচণ্ড হলেও ঘাম হয়েছে কম। এখন আর্দ্রতা বাড়তে শুরু করেছে। গরমের মধ্যেও বেড়েছে বাতাসের পরিমাণ। তাতে ঘাম ঝরছে বেশি করে। রাজধানীতে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে যে তীব্র গরম, তা অব্যাহত থাকতে পারে। আগামী ছয় ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।