• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে হত্যার চেষ্টা ,গ্রেফতার ৪


প্রকাশের সময় : জুন ১৮, ২০২২, ৭:২১ অপরাহ্ন / ১৪৪
ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে হত্যার চেষ্টা ,গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মারধর করার উদ্দেশ্যে মো. মিরাজ খাঁনের বাসায় হামলা করে দুর্বৃত্তরা। মিরাজকে বাসায় না পেয়ে বড় ভাই মিলন খাঁনকে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে গুরতর আহত করে পালিয়ে যায়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮জুন) সকাল সাড়ে ১১টায় পল্লবী থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।গ্রে

ফতারকৃতরা হলো- মো. জনি (৩০), মো. জাহিদ (৩০), মো. শাওন (২৫), মো.পান্নু (২৭)।

গত ১৪ জুন রাত পৌনে ১২ টায় পল্পবীতে নিজ বাড়ীতে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরতর আহত হয় মিলন খাঁন।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে মো. মিরাজ
খান পল্লবীর একটি হোটেলে খাওয়া-দাওয়া করতে যায়। একই হোটেলে আসামীরাও ছিল। একপর্যায়ে মিরাজের সাথে আসামীদের একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর
জের ধরে তাকে মারধর করার উদ্দেশ্যে মিরাজের বাসায় যায়। তখন সে বাসায় ছিল না। তার বড় ভাই মিলন খাঁনকে ঘটনাস্থলে পেয়ে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে গুরতত জখম করে ও তার বাম পা ভেঙ্গে দেয়।