
আজিজুল ইসলামঃ যশোরের শার্শার বাগআঁচড়া বাজারের নারিশ ফিশ ফিড লিমিটেডের ম্যানেজার আব্দুর রশিদ রোকন (৪৫) মারা গেছেন।
আব্দুর রশিদ রোকন গত বুধবার ছিনতাইকারী দের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হলে প্রথমে নাভারণ হাসপাতালে ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান। মৃত আব্দুর রশিদ রোকন বাগআঁচড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গত ১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুর দুইটার দিকে রোকন নাভারণ বাজার থেকে তাগাদা শেষে বাগআঁচড়ায় ফিরে আসার সময় নাভারণ সাতক্ষীরা সড়কের ওপর ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় ছিনতাই করীরা উপুর্যুপরি ছুরিকাঘাত কোরে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। মাঠে কর্মরত লোক জনের সয়াহতায় দুজন ছিনতাইকারী ধরা পড়ে। পরে গোয়েন্দা পুলিশের হাতে আরো দুই জন ছিনতাইকারী আটক হয়। আহত রোকনকে তাৎক্ষনিক নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। শুক্রবার রোকনের অবস্থা আরো খারাপের দিকে গেলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেয়া হয়, কিন্তু সেখানে ভর্তি না নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
উল্লেখ্য ঘটনার পর শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয় এবং আসামীদের নামে ছিনতাই মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
শনিবার সকালে রোকনের মৃতদেহ গ্রামের বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ময়নাতদন্তের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :