• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

ছাত্রীর মাকে নিয়ে উধাও শিক্ষক!


প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৪, ১১:৫২ অপরাহ্ন / ৮৪
ছাত্রীর মাকে নিয়ে উধাও শিক্ষক!

সেলিম সম্রাট, লালমনিরহাটঃ লালমনিরহাটে বাসায় প্রাইভেট পড়াতে আসা শিক্ষক ছাত্রীর মা’কে নিয়ে উধাও। গত ২ জুলাই লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি এলাকায় এমন ঘটনা ঘটেছে।

জানা যায়, নামুড়ী হাই স্কুলের পাশে ৩য় শ্রেণীর ছাত্রীকে প্রাইভেট পড়াত আলামিন নামে এক শিক্ষক। এতে ওই বাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে ছাত্রী’র মায়ের সাথে আলামিনের পরকীয়া প্রেম শুরু হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গত ২ জুলাই শিক্ষক আলামিন ছাত্রীর মাকে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায়, ছাত্রীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকা বাসীর অভিযোগ, এমন ঘটনা ঘটতে থাকলে আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়া শেখাবো কি ভাবে, এতে তো আমাদের সন্তানদের অশিক্ষিত করে রাখতে হবে।

আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।