নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধা বাড়ি গ্রামের বিশিষ্ট পোল্টিফিড ব্যবসায়ী হান্নান মোল্লার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, দখলদারিত্ব, চেক জালিয়াতি ও নারী কেলেঙ্কারী বিরুদ্ধে আমি সাংবাদিক এফ এম মাহাবুব সুলতান সকল তথ্য প্রমানের ভিত্তিতে নিউজ করি। এর জন্য তিনি আমাকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেন। এবং তিনি আমার মান সম্মান ক্ষুননো করার জন্য দশলাখ টাকার চাঁদাবাজি মামলার হুমকি দেন। তিনি কিছু লোক দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালান। যাহা মিথ্যা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বানোয়াট আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এফ এম মাহাবুব সুলতান সভাপতি কোটালিপাড়া প্রেসক্লাব সকল সাংবাদিক নিয়ে একটি সংবাদ সম্মেলন করছিএবং আমার লিখিত বক্তব্য পাঠ করছি।
আপনার মতামত লিখুন :