
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন গণপূর্ত বিভাগের ঠিকাদারী সমিতির সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব বাবুল আক্তার বাবলা। বুধবার দুপুরে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এদিকে বাবুল আক্তার বাবলার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, দপ্তর সম্পাদক ইলিয়াস হকসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। এ সংক্রান্তেে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বার্তা বিষয়টি নিশ্চিত করা হয়। মানবিক বাবুল আক্তার বাবলার মৃত্যুর খবরে গোপালগঞ্জসহ তার গ্রামের বাড়ি সদর উপজেলার বলাকইড় গ্রামে শোকের ছায়া নেমে আসে।
আগামীকাল বৃহস্পতিবার বাদ এশা ঢাকার পিডাব্লুডি মাঠে বাবুল আক্তার বাবলার প্রথম নামাজের জানাজা এবং শুক্রবার বাদ জুম্মাহ্ দ্বিতীয় নামাজে জানাজা তার নিজ বাড়ি বনগ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সকল ধর্মপ্রাণ মুসল্লীদের উক্ত নামাজের জানাজায় অংশ নেওয়ার বিশেষ অনুরোধো জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :