
খুলনা অফিসঃ চাকরি দেওয়ার নামে এক প্রতারককে আটক করেছে খুলনা র্যাব -৬। গত ১৯ ফেব্রুয়ারি ২০২৩ খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকা থেকে তাকে আটক করেন। আটককৃত প্রতারকচক্রের সদস্য হলো বটিয়াঘাটার বড় হাজীরাবাদ এলাকার মোঃ সালাউদ্দিন আকুঞ্জি (৪৩)।
র্যাব সূত্রে জানা যায়,এলাকায় চাকরি দেওয়ার নামে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত প্রতারক চক্র ভুক্তভোগিদের বেশ কিছু ভূয়া নিয়োগপত্র প্রদান করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
আপনার মতামত লিখুন :