
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ পৃর্ব শত্রুুতার জের ধরে মিথ্যা অজুহাতে এক অসহায় পরিবারের উপর হামলা চালিয়ে দোকান লুটপাট করেছে প্রভাবশালী ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পার কালিনগর সুন্দরপুর নতুন ব্রিজ সংলগ্ন ২ নম্বর ওয়ার্ড এলাকায়।
জানাগেছে- ঐ এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী সুকতারা বেগম দীর্ঘ বছর ধরে মুদীখানা ব্যাবসা চালিয়ে আসছে মঙ্গলবার রাতে একই এলাকার বাসিন্দা তাজমুল হকের পুত্র আমিরুল ইসলাম ও মনিরুল ইসলাম পুর্ব শত্রুর জের ধরে মিথ্যা অজুহাতে সুকতারা বেগমকে গালিগালাজ করে।
এ সমায় সুকতারা বেগম তার প্রতিবাদ করলে আমিরুল ইসলাম ও মনিরুল ইসলামসহ আরো ৪/৫ জন মিলে সুকতারা বেগমের ও তার দোকানের উপর হামলা চালায়। হামলাকারীরা সুকতারা বেগমের কানের দুল গলার চেন ছিড়ে রক্তাক্ত যখন করে। দোকানে বিক্রির টাকাসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে সুকতারা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিরুপায় হয়ে একটি অভিযোগ দাখিল করেছে। জানা গেছে অভিযুক্তদের নামে সদর মডেল থানায় পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে সুন্দরপুর ইউপি চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড মেম্বারের সাথে কথা বল্লে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে ভূক্তভূগী পরিবারকে সদর থানা পুলিশের স্বরণাপন্ন হয়ে আইনি পদক্ষেপ গ্রহনে উদ্বুদ্ধ করেন।
এদিকে এলাকাবাসি জানায়, আমিরুল ইসলাম মিথ্যা অজুহাতে সুকতারা বেগমের উপর হামলা চালিয়ে দোকান লুটপাট শ্লীলতাহানি কানের দূল মালা ছিড়ে রক্তাক্ত জখম করেছে এলাকাবাসীর দাবি তাদের অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের
আমিরুল ইসলাম সহ তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :