• ঢাকা
  • সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন / ২১
চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজের ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। গত শুক্র ও শনিবার দু’দিন ব্যাপী আলোচনা সভা, স্ততিচারণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনু‌ষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আ হ ম আবদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মু: জিয়াউর রহমান, অতিরিক্ত রাজশাহী জেলা প্রশাসক সাবিহা সুলতানা, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ, ব্রিগ্ৰেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ শাহীন, নাচোল উপজেলা নিবার্হী অফিসার মোহাইমেনা শারমীন, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, নাচোল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খাঁন, নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান প্রমূখ।

উল্লেখ্য ১৯৭২ সালে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মালেক চৌধুরী এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য ও প্রতিষ্ঠার সাথে যুক্ত গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়।