• ঢাকা
  • শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

চলছে গণপরিবহণ, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২১, ৭:৪০ অপরাহ্ন / ২৩৯
চলছে গণপরিবহণ, অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্টঃ কঠোর বিধিনিষেধ শিথিল করায় রাজধানীতে চলছে গণপরিবহণ। ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে নেয়া হচ্ছে যাত্রী। তবে নির্ধারিত ৬০ শতাংশের চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

চলমান বিধিনিষেধ শিথিল করায় আজ রাস্তায় নেমেছে সব ধরনের পরিবহণ। বেড়েছে যানজটও। কঠোর বিধিনিষেধের কারণে যারা এতদিন গ্রামের বাড়িতে যেতে পারেনি, তারা ভিড় জমাচ্ছেন কাউন্টারে।

এক যাত্রী বলেন, কোন কাউন্টারে টিকিট পাচ্ছিনা, সবই নাকি বুকড হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা টিকিট নাই।

আরো এক যাত্রী বলেন, গতকাল আমি টিকিট কনফার্ম করেছি সহজ ডট কমের মাধ্যমে। আমার কাছে সব ম্যাসেজ আছে। ওরা বলছে টিকিট নাকি ক্যানসেল হয়ে গেছে।যাত্রীদের অনেকেই অতিরিক্ত ভাড়া নেয়ার কথা বলছেন। যদিও পরিবহণ সংশ্লিষ্টরা বিষয়টি অস্বীকার করছেন।

এক নারী বলেন, ভাড়া ৬০ শতাংশ বেশ নেয়ার কথা থাকলেও ওরা ডাবল নিচ্ছে। এক যাত্রী জানান, টিকিট পেলাম কিন্তু বেশি নিলো। সাড়ে ৪শ’ টাকার টিকিট ১২০০ নিলো।

টিকিট কাউন্টারে এক কর্মকর্তা বলেন, এখনো কোন চার্ট আসেনি। ৬০ ভাগ রাখবো নাকি বেশ রাখবো।

আরো এক টিকিট কাউন্টারের টিকিট কর্মকর্তা বলেন, রাস্তায় প্রচুর জ্যাম। শিডিউল গাড়িগুলো কেউ দিতে পারছেনা। এই কারণে প্যাসেঞ্জারের খুব চাপ।

দূরপাল্লার বাসগুলো স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা, সেজন্য নিয়মিত কাজের অংশ গাবতলী বাসস্ট্যান্ডে বাসগুলো তদারকি করছে ভ্রাম্যমাণ আদালত।