• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫


প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২১, ১২:৪৬ অপরাহ্ন / ১৫২
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫

ঢাকা : চট্টগ্রামের শীতলপুরে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন পাঁচ জন শ্রমিক। এ ঘটনায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে শ্রমিকরা পুরাতন জাহাজে কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। এ সময় সেখানে কাজ করতে থাকা শ্রমিকরা আগুনে দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এ এস আই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল বেলা যমুনা জাহাজ ভাঙা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।