ঢাকা : চট্টগ্রামের খুলশি থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ থেকে ৯ জন। শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
খুলশি থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমে জানান, ট্রেন আসার সিগনাল অমান্য করে একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। এই সময় একটি ডেমু ট্রেন চলে আসলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার আরোহী ১ জন নিহত এবং ৮ থেকে ৯ জন আহত হয়েছেন।
হতাহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হয়নি।এই ঘটনার রেলওয়ের পক্ষ হতে তদন্ত কমিটি গঠন করার কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :