• ঢাকা
  • সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:১০ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় হাইদগাও ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৩, ৬:১০ অপরাহ্ন / ২০
চট্টগ্রামের পটিয়ায় হাইদগাও ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত দেশব্যাপী বিএনপি,জামাতের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ জনগণের নিরাপত্তায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে পটিয়ার হাইদগাও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাহফুজুল হক হাফেজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম জুলুও রনজিত সেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ ছৈয়দ।

এ সময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল,
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল, রনজিত মেম্বার, কৃষক লীগের সভাপতি কামাল সওদাগর, লোজমান হাকিম,মোহাম্মদ ইউচুপ, নুর মিয়া, ইউপি সদস্য রনজিত চৌধুরী, টিটু দে,নজীর আহমেদ,প্রবাসী মোহাম্মদ ইদ্রিস।

এসময় বক্তারা বলেন, জনসমর্থন হারিয়ে আবুল-তাবুল বকছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। কারণ শেখ হাসিনাই মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ বড় বড় উন্নয়ন করেছেন। শেখ হাসিনা দেশে উন্নয়নের মহাসমুদ্রে মহাপ্রলয় ঘটিয়েছেন।