
জ্যেষ্ঠ প্রতিবেদক: নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র ঘর ছাড়া ৭ জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে র্যাব হেডকোয়ার্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নতুন জঙ্গি সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত। এ বিষয়ে শুক্রবার (২১ অক্টোবর) কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আপনার মতামত লিখুন :