• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:১২ অপরাহ্ন

গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো শিক্ষা প্রতিষ্ঠানে


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৩, ৬:১০ পূর্বাহ্ন / ১৬৮
গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো শিক্ষা প্রতিষ্ঠানে

শাহনাজ বেগমঃ বাতিল করা হয়েছে এ বছরের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি। ৩০ শে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বিদ্যালয় গুলোর সকল বার্ষিক পরীক্ষা।

জাতীয় নির্বাচনের কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের গ্রীষ্ম কালীন ছুটি থাকছে না। নতুন শিক্ষা ক্রম বাস্তবায়নে এই ছুটি শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। বুধবার ( ১৯ জুলাই) বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বৈঠকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

তিনি বলেন, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচন উপলক্ষে নভেম্বরে সব শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে। তাই বাতিল করা হলো গ্রীষ্মকালীন ছুটি আর এ ছুটি বাতিল হলেও শীতকালে ছুটি বাড়িয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

সভায় মন্ত্রী আরো বলেন, নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে নভেম্বরের মধ্যেই। শেষ করতে হবে বিদ্যালয়গুলোর সকল বার্ষিক পরীক্ষা।

উল্লেখ্য ২০ জুলাই মাধ্যমিক বিদ্যালয় গুলোতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হলো।