
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের সময়োচিত হস্তক্ষেপে ম্যানেজমেন্ট স্টাডিস ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঘটা গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
দুইজন শিক্ষার্থীর ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে রোববার ভোররাতে (১৬ ফেব্রুয়ারি) কতিপয় শিক্ষার্থী কলহে লিপ্ত হয়। এরপর রোববার দুপুরের দিকে এ ঘটনার রেশে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন (প্রক্টোরিয়াল বডি, শিক্ষার্থী উপদেষ্টা দপ্তর, বিভাগীয় সভাপতি ও সংশ্লিষ্ট শিক্ষকগণ) দিনভর কাজ করেন। তাদের নিরলস প্রচেষ্টায় শিক্ষার্থীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গোবিপ্রবি কর্তৃপক্ষ। বিষয়টি গোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :