
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও একাডেমিক ভবনের ১১৩ নং কক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাগণসহ প্রায় চার শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ আল মামুন।
আপনার মতামত লিখুন :