• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

গোবিপ্রবি’তে শিক্ষকদের গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা


প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ১১:০৯ অপরাহ্ন / ৫০
গোবিপ্রবি’তে শিক্ষকদের গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা ও গবেষণাকর্মে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী কর্মশালার শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে কৃষি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে প্রথমদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, গবেষণা করাটা একধরনের রান্না করার মতো। বেশকিছু উপাদান দিয়ে কাউকে রান্না করতে দিলে দেখা যাবে, অখাদ্য বানিয়ে রেখেছে। আবার কেউ সঠিক পদ্ধতিটা জানলে সামান্য কিছু দিয়েও মুখরোচক কিছু তৈরি করতে পারে। তেমনই একজন শিক্ষক যদি না জানেন কীভাবে গবেষণাপত্র লিখতে হয়, কীভাবে প্রকাশ করতে হয়, তাহলে তিনি ভালো গবেষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন না। সেকারণে শিক্ষকতার পাশাপাশি গবেষণায় সমৃদ্ধ হওয়া জরুরি। আর এই কর্মশালাগুলো তাদের পাথেয় হবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা শিক্ষক। একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠার জন্য পাঠদানের পাশাপাশি গবেষণায় দক্ষতা অর্জন করতে হবে। আমি এই কর্মশালার সফলতা কামনা করছি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, শিক্ষকের কাজ দুটো। শিক্ষা দেয়া আর গবেষণা করা। শিক্ষকরা গবেষণা করবেন জ্ঞান সৃষ্টি করার জন্য। কাজেই তারা এখান থেকে শিখবেন, নিজের জীবন ও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে কাজে লাগাবেন।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক ড. মো. লতিফুল বারী। মডারেটর ছিলেন আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।