• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন 


প্রকাশের সময় : জুন ২৭, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন / ৩৫
গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বুধবার ২৬শে জুন সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ জেড আমিনুজ্জামান রিপনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বহুল প্রচারিত ম্যাগাজিন অপরাধ জগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক আলহাজ মোঃ সোহেল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন।

সম্মেলনে গোপালগঞ্জ জেলা শাখার মফস্বল সাংবাদিক ইউনিয়নের নব গঠিত কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি আলহাজ সোহেল আহম্মেদ।

সম্মেলনে বিএমইউজে গোপালগঞ্জের সভাপতি হিসাবে দায়িত্ব পান সাবেক সাধারন সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন, সাধারন সম্পাদক এম.এম মুশফিকুর রহমান ইরান ও সাংগঠনিক সম্পাদক তুহীন মূন্সী।

সম্মেলন শেষে বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি গোপালগঞ্জ জেলার নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের রুহুের মাগফেরাত কামনা সহ দোয়া করেন তারা।

এ সময় নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পলাশ সিকদার, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুগ্ন সাধারন সম্পাদক শিহাব মোল্লা, অলোক বিশ্বাস, সহ- সাংগঠনিক সম্পাদক সুজন মূন্সী, হাজী কাবুল, মোঃ সাইফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইনছান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.কে আকরাম মানবাধিকার বিষয়ক সম্পাদক আবীর কাজী, তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, আইটি বিষয়ক সম্পাদক নাসিম হোসেন, ক্রীড়া সম্পাদক গোলাম রাব্বানী, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, সদস্য সচিব শফিকুর রহমান রনি, শাহাবুদ্দিন সুজা, মোঃ সোহাগ মিয়া, সাদ্দাম হোসেন, ধলু মোল্লা প্রমুখ।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সোহেল আহম্মেদ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিকরে নিয়মে মধ্যে থেকে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, সাংবাদিকদের যে কোন সমস্য হলে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।