
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুরিয়া এলাকায় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী “গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়” -এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – ২০২৫ -এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ৩ দিন ব্যাপী (২৫ — ২৭ জানুয়ারি) আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে ১ম স্থান অর্জনকারী ৮ম শ্রেণির ছাত্রী ফাহমিদা’র হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন। এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
অত্র বিদ্যালয়ে লেখা-পড়ার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন করায় আমন্ত্রিত অতিথিগণ গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র সরকার সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক- কর্মচারীদের ভূয়শী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবগাতুল্যাহ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মী, কেমিস্ট শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য চৌধুরী মাহমুদুল আহসান ও দিলীপ কুমার বিশ্বাস সহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :