
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং ছাত্রীদের ম্যাচে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর চ্যাম্পিয়ন, রানার্স আপ ও প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় তিনি বলেন, খেলাধুলা যেমন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে, তেমনই বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নীত করে। মেধা ও অন্যান্য মানদণ্ড বিবেচনায় দেশে ‘এ’ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় আছে ৩০টা। ‘বি’ ক্যাটাগরিতে আমাদের বিশ্ববিদ্যালয় পঞ্চম অবস্থানে রয়েছে। আর ‘সি’ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় সংখ্যা ১০২টা। খেলাধুলা হলো সেই মানদণ্ডগুলোর একটি। তবে শুধু ব্যাডমিন্টন নয়; ক্রিকেট, ফুটবল, দাবা, বিতর্ক এবং এ জাতীয় কর্মকাণ্ডে যতো অংশগ্রহণ বাড়বে, বিশ্ববিদ্যালয় ততো এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য রয়েছে ২০২৫ সালের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে স্থান করে নেয়া।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। ছাত্রদের খেলায় রানার্স আপ ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ এবং ছাত্রীদের খেলায় রানার্স আপ হয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ। সেরা খেলোয়ারের পুরস্কার জিতেছেন বায়জিদ মিম, তাসনিয়া মেহজাবিন ও ফাতেমা লিজা।
অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. মনোয়ার হোসেন, ক্রীড়া কমিটির সদস্য সচিব ও শরীর চর্চা দপ্তরের সহকারী পরিচালক বাবুল মণ্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :