
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান যোগদান করেছেন। সোমবার (২০ জানুয়ারি) পূর্বাহ্নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান, রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগদানের পর নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেন।
আপনার মতামত লিখুন :