• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন এ্যাড. কাজী আবুল খায়ের


প্রকাশের সময় : জুন ৬, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন / ৩৮
গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন এ্যাড. কাজী আবুল খায়ের

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন এ্যাডভোকেট কাজী আবুল খায়ের। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে চলমান কমিটিতে রয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এম. মনছুর আলী ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করার পর থেকে সদস্য সচিবের ওই পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিলো। জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. কাজী আবুল খায়ের-কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (৪ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নতুন সদস্য সচিব মনোনীত করায় দলীয় কার্যক্রমে গতি বৃদ্ধি পাবে বলে জেলা বিএনপির অন্যান্য সদস্যরা মনে করছেন। সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এ্যাড. আবুল খায়ের গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এ্যাড. কাজী আবুল খায়ের বলেন, অতীতের দোষত্রুটি ভুলে গিয়ে আগামীতে নতুন উদ্যোমে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। গোপালগঞ্জে জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত করায় সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার একমাত্র উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস, এম জিলানী এবং বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে। তিনি গোপালগঞ্জ জেলার সকল নেতা কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এদিকে এ্যাড. কাজী আবুল খায়ের গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হওয়ায় গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, সদস্য এ্যাড. এম এ আলম সেলিম, এ্যাড. তৌফিকুল ইসলাম, ডা. কে এম বাবর, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সালাউদ্দিন, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও এ্যাড. কাজী আবুল খায়ের গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সাংগঠনের সকল নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।