
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুকসুদপুর উপজেলার নবাগত ইউএনও মোঃ আজিজুর রহমান।বুধবার (১৭ এপ্রিল) সকালে তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মুকসুদপুরের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু’র কালীগঞ্জ উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়, আর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমানকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের আদেশ জারী করে এক প্রজ্ঞাপন জারি হয়। তিনি ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।
আপনার মতামত লিখুন :