• ঢাকা
  • সোমবার, ০৫ Jun ২০২৩, ০১:৫০ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২২, ১১:২৭ অপরাহ্ন / ১১৫
গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, নিহাদ আদনান তাইয়ান, মো.খায়রুল আলম, মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে জেলার সুযোগ্য পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয় উপস্থিত সকলের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।

এরপর পুলিশ সুপার মহোদয় সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছে জানান এবং মাহে রমজানের বাকি সময়টিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গোপালগঞ্জ বাসীকে সার্বিক নিরাপত্তা প্রদানে সদা জাগ্রত থাকতে পুলিশ সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।