
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।
সভায় জেলায় এপ্রিল/২০২৩ মাসে রুজুকৃত মামলা ও তার নিস্পত্তি, কোর্ট হতে প্রাপ্ত ওয়ারেন্ট তামিল ও অপরাধ সংক্রান্ত অন্যান্য বিষয়াদি আলোচনা করা হয়।
সভার সবাইকে তাদের কৃত উত্তম কাজের জন্যে ধন্যবাদ দিয়ে এবং সামনের দিনগুলোতে আরো ভালো কাজ করার তাগিদ ও পরামর্শ দিয়ে সন্মানিত সভাপতি সভা শেষ করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জগণ, সকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ সহ পুলিশের অন্যান্য ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :